Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

১।      ২০১১-১২ হতে ২০১৪-১৫ সালে সিসিটিএফ (ঈঈঞঋ) এর আওতায় ফেনী পওর বিভাগ, বাপাউবো, ফেনীর অধীনে চট্টগ্রাম জেলার মিরশ্বরাই উপজেলায় ৩(তিন)টি রেগুলেটর নির্মান, ২১.০০ কিঃমিঃ খাল পুনঃখনন, ১১.৫০০ কিঃমিঃ বেড়ী বাঁধ পুন:নির্মান ও ৫০০ মিটার তীর প্রতিরক্ষামূলক কাজ সম্পাদন করা হয়।

২।    ২০১৪ ইং সালে ফেনী রেগুলেটরের ভাটিতে  পাইলট চ্যানেল খননের মাধ্যমে ভাটিতে চরখোন্দকার এলাকা ভাঙ্গন রক্ষাকরণ কাজ।

৩।   ২০১২ ইং সলে মুহুরী-কহুয়া (ঋঈউও) প্রকল্প বাস্তবায়নের ফলে ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রন ও সেচ ব্যবস্থা উন্নতি সাধন ।

৪।    ২০১৬ ইং    সালে  ছোট ফেনী নদী পুন:খননের ফলে ব্যাপক এলাকা জলাবদ্ধতা ও বন্যার হাত হইতে রক্ষা পায়।

৫।   ইরিগেশন ম্যানেজম্যান্ট ইমপ্রোভমেন্ট প্রজেক্টের  আওতায় মুহুরী সেচ প্রকল্পের  আধুনিকায়ন কাজ       চলমান। প্রকল্পেরআওতায় ২৩০ কিঃমিঃ খাল পুনঃখনন সম্পন্ন  হইয়াছে।

৬।   ২০২0-২০২১ অর্থ বছরে ফেনী জেলার ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ফেনী নদীর ভাঙ্গন হতে  নাঙ্গল মোড়া ও জগৎ জীবনপুর এলাকা রক্ষা প্রকল্প।

৭।  ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলাধীন দক্ষিন সতর নদীর কুল ও মনিপুর এলাকার মহুরী নদীর বাম তীর ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প।